ভাল আছি-আকাশ যেমন,
মেঘ আছে তারা আছে
চাঁদ ফালি ফালি,
বুক ভরা নীল তার
মনটা শুধু খালি।
আমি আছি ফুলের মত
প্রয়োজনে সুভাষ ভাবে
ফুরিয়ে গেলে গন্ধ যত।
ওসব ভাবলে মনে ক্ষত
আমি থাকি আমার মত।
রাজা আমি দুপুর বেলা
বাতাস দোলায় পাকির গানে
নিসঙ্গতায় জমে খেলা।
সিংহাসন মোর গাছের ছায়া।
ভুলে যাই মানব মায়া।
বন্ধন মানেই চাওয়া পাওয়া
কষ্ট সুখের দাবা চালে
বেচে থেকে মরে যাওয়া।
জড়াইনা তাই স্নেহ মায়ায়
এড়িয়ে চলি ভালবাসার জনঝাট,
ভাল থাকার রাজ্যে আমি
নিসঙ্গ এক সম্রাট।