একদিন আমারও চোখের চাওনিতে ছিল দয়া,
বুকের পাজর জুড়ে ছিল ভালবাসার গাঁথুনি
মনের স্রোতে ছিল স্বপ্নের ঢেউ
চিন্তার আকাশ জুড়ে ছিল ভিবেকের নিলাভ;
আজও আছে সব-
বদলায়নি আমি বদলে গেছে আমার পৃথিবী
এখন চোখের চাওনিতে আগুন
বুকের পাজর জুড়ে ব্যাথা
মনের স্রোতে খরা-চার দিকে শূন্যতা
চিন্তার আকাশে ভিবেক ক্রমশ কালচে
বলতে পারো অমানুষ
একটি কালো গোলাপের জম্ম
শুধু তোমার জন্য।