নন্দিতা জানি তোমার বুকের জমিনে
এখন আর আমার ভালবাসার চাষ হয় না।
কেন হয় না তাও জানি, তুমি চাষী নও বলে!
তুমি কারবারী ঠিক বলেছি না?
মুখে হয়তো বলবে আমি মিথ্যুক
কিন্তু সত্যটা তোমার ঠোটে কাপন ধরাবে নিশ্চয়।
একসময় তুমি আমার সামনে বসে মুগ্ধ নয়নে
আমার দিকে চেয়ে থাকতে তারপর আনমনা ভেঙ্গে অবাক করা ভঙ্গিতে বলতে, তোমার মধ্যে কি আছে!
আজ আমি আর তোমার আকাশের তারা নই
অমাবশ্যার ঘোর অন্ধকারে  হাপিয়ে উঠা একজন মানুষ।
আজ সেই অন্ধকারে বসে আনমনা হয়ে তোমার কথা ভাবতে ভাবতে নিজের মনকে প্রশ্ন করি, আমার মধ্যে কি নেই?
উপরের আমি আর ভিতরের আমি তবে কি এক নই!
এর সমাধান হয়তো নন্দিতার কাছে আছে
কিন্তু জবাব আশা করে লাভ হবেনা।
ভেঙ্গে চুড়ে আবার যে গড়ে দেয় সে তো প্রেমিকা
কিন্তু যে ক্ষত বিক্ষত করে সড়ে পড়ে একবারও পিছু তাকায় না সে তো কসাই।
একজন নন্দিতা আজ নন্দিত হয়েছে কিন্তু আমার
বুকের জমিনে একটি বিষ বৃক্ষ রোপন করে আজও নিন্দিত হয়ে আছে।
এ বিষম বস্তুু তোমার কাছে অবহেলা আর আমার কাছে অমৃত।