নদীটার কাছে এসে দেখি নৌকা নেই,
আছে কলাগাছের ভেলা আর ভাঙ্গা বাঁশের খুঁটি।
কোন হৃদয়ের টানে পা বাড়িয়েছি
উত্তাল নদীতে যদিও এটা নিরাপদ নয়
তবুও ধরে নিলাম রক্ষা কবছ,শান্তির প্রসাদ।
এভাবেই একদিন প্রেমের দেখা পেলাম
আমি আর সে মিলে আমরা হলাম
একে অপরের ছায়া পর্যন্ত এসে পৌছলাম
অনরা জান হয়ে উঠলো আর আমি জানু হয়ে গেলাম।
একটুকরো কাচেঁর আয়নায় দুজনের অবয়ব এক মাত্রায় রূপ নিল
ভিতর আর বাইরের দৃশ্য যখন এক হয়ে গেল
তখন নিন্ধুকেরা দুজনকে ঘিরে বলল প্রেম।
দুজনের জন্য কলাগাছের ভেলা যা করে ছিল তা সম্পর্ক;