হারিয়ে গেছে ছেলে বেলা
মনে নিয়েছে ঠাই
বাউলের গানে জৈষ্টের আম বাগানে
নিজেকে খুজে পাই।
নদীর ঘাটে ফসলের মাঠে
উদাস দুপুর বেলায়
বাশির সুরে মুগদ্ধ আমি
হাজারো পাখির মেলায়।
আম কাঠালের জৈষ্ট মাসে
লাঠি নিয়ে খেলা
শিশির ভেজা সরষে ক্ষেতে
কাটতো সকাল বেলা।
ফিরে আমি পাবোনা আর
যতই আমি চাই
ওগো প্রিয় জম্মভুমি
তোমার তুলনা নাই।