সেদিন বৃষ্টি ছিল
সাথে দুরন্ত বাতাসও ছিল ক্ষ্যাপা।
ছাতায় না বাচাতে পারছি গায়ের কাপড়
বাতাসের ঝাপটায় না বাচাতে পারছি ছাতা;
অপেক্ষায আছি কখন একটা রিকসা আসবে।
গায়ের রাস্তা শহরের মত যখন তখন রিকসা পাওয়া কঠিন
তারপর আবার ঝড় বৃষ্টির সকাল,
এমন দিনে মানুষ ঘুমাতেই পছন্দ করে বেশি।
আমি উদিগ্ন আমার পরিক্ষার সময় পেরিয়ে যাচ্ছে।
এখন রিকসা পেলেও আধ ঘন্টা লেট হবে।
ভাবছি আর ভাবছি-
জীববিজ্ঞান পরীক্ষার চিন্তা অমাকে নির্জী্ব বানিয়ে দিচ্ছে।
হঠাৎ দেখি একটি রিকসা এসে সামনে দাড়ালো;
আশা আর নিরাশা এক সাখে খেলা করে গেল
রিকসায় একজন মহিলা যাত্রী-
আমি কি করবো বুঝে উঠার আগেই রিকসা চালক বলল
উঠে আসুন মেডামের পরীক্ষা আছে:
রিকসায় উঠলাম,ধন্যবাদ জানালাম,সে যেন শুনলোইনা।
আগে কখনো দেখিনি তাই বিশ মিনিটের পথে
বেশ কয়েকবার চেষ্টা করলাম পরিচয় জানতে
তার যেন আমার দিকে আগ্রহ নেই,সবটা আকাশের দিকে!
গন্তব্যে চলে এলাম রিকসা থেকে নামার সময় বললাম আসি;
সে কোন জবাব দিল না শুধু মুচকি হেসে মাথা নোয়ালো।
সে দিনের পর থেকে মেয়েটিকে আজ অবধি খুজে ফিরি
একটি প্রশ্নের উত্তর পাওয়ার আশায়,
সে দিন আমার প্রতি সহানুভূতি তার মুচকি হাসিতে
অহংকার ছিল না অবহেলা ছিল।