ঠোটের কোনে হাসি
নয়ন থেকে গড়িয়ে পড়া শুকনো জল
প্রমান করে এখন তুমি ভাল আছ সুখে আছ
কিন্তুু টোল পড়া গালের অদ্ভুদ মায়া চঞ্চল চিত্ত  
কথার ফুলঝুড়ি সব যেন সুখ তোমার থেকে
কেড়ে নিয়েছে, তুমি আজ উত্তম স্ত্রী  তবে নারীর নমনীয়তা নেই। সংসারে তুমি এক শক্ত প্রাচীর
সেখানে প্রেম নেই আছে ভালবাসা।
যা শুধু বাচার জন্য  জীবনের মোহ।
তুমি এখন আর তুমি নেই।
যে তুমি বলতে তুমি প্রেমের জন্য গাছের নিচে থাকতেও রাজি।
আজ তোমাকে সে কথা মনে করিয়ে দিলে তুমি আতকে উঠবে কারন তুমি এখন তোমার সন্তানকেই বেশি ভালবাস, সেই এখন তোমার পৃথিবী।
এটাই স্বাভাবিক জোয়ারের সময় জলে নদী উপচে পড়ে আর নিজেকে ধরে রাখতে না পেরে দুকূল ভেঙ্গে দেয়।
আবার ভাটার সময় শুকিয়ে গুটিশুটি হয়ে যায় থাকেনা গতি থাকে না উচ্ছলতা।