সুন্দর হবার আগে কয়লায় রাখ চুম্বন।
মাকালে মোহিত হবার আগে নিশ্চিত হও
তার ভিতর বৃত্তান্তে-আপসোস করিবার আগে-
সব সুন্দরের জন্ম কালোতে প্রকাশ আলোতে;
বাস্তবতায় একটি উদ্ভট গন্ধ আছে,
সবাই সুন্দর মুখে খুজে-একবার বুকের পাজরে
হাত দিয়ে দেখেনা সুন্দর অভিমানে লুকিয়ে আছে মনে।
ভুল পথ আর ভুলে ভুলে আজ আমরা সীমানার কাছাকাছি
জ্ঞানের জালামুখ বিভস্য তবুও মনে হয় আজও ঠিক পথে আছি।