যেখানে দেখি বাংলার রূপ সেখানে খোজি তোমায়
সকালের শিশির বিন্দু মিশ্রিত হলুদ সরষে ক্ষেতে
নদীর রূপালী ঢেউয়ে,সাগরের কলতানে
যেখানে আকাশ এসে দিয়েছে ছোঁয়ে।
পাহাড়ের উচুতে, যেখানে ঝরনা হাসে ভাঙ্গা চুড়ির শব্দে।
রাতের আধারে, জোনাকির আলোয়,যেখানে দুঃখরা থাকে ছেঁয়ে।
কোথাও তোমায় পাইনা খুজে,হৃদয়ের দ্ধার খোলে দেখি;
তুমি আছ ঘুমিয়ে।