কি লিখবো আজ?
সৃতি হয়ে গেল সব।
শেষ সঙ্গ ছিল যারা
হয়তো মোরে খোজবে তারা।
নয়তো ভুলে যাবে মোরে,


বুন্ধ যত অবিরত,
ভাবনায় আছো আমায় নিয়ে,
পাবে কোথা মোরে!
শত মানুষের ভীরে।
সেই প্রিয়দের স্বরণে
উক্তি রইল গুপনে,
আমি হারাই নি!
হই’নি অগোচর চিরতরে,
আমি রয়েছি পদ্মা,মেঘনার তীরে
আমি আসিবো ফিরে,
প্রণয়ের টানে, ফিরবো আপন ঘরে।
আমি আসিবো টাঙ্গাওয়ার হাওরে,
হাজারা পাখির ভীরে,
নয়’তো পাবে যাদুকাটা নদে-
শত ঢেউয়ের ভাঝে।
আমি আসিবো, আমি আসিবো-
প্রণয়ের টানে তোমাদের মাঝে।