এগিয়ে যাও তোমরা
পাশে আছি আমরা
হও নারী জাগরণ
আর কত নীরবে
একাকী সহ্যে রবে
নির্যাতন আর ধর্ষণ।


আর কত নিশি রাতে
কাদিবে বিচানাতে
ভ্রান্ত করে পন্থার মূল,
ভুলে স্বাধীনতা
ওরে বীর জনতা
কেন তা করছো কবুল।


দেখনি যুদ্ধের ময়দানে
নারী আছে সর্বস্থানে
লিখা রয়েছে স্পষ্ট ইতিহাসে,
নর-নারী মিলেমিশে
দেখাইলো অবশেষে
বিজয়ী নিশান নীল আকাশে।


আর কত বন্দী হয়ে চার দেয়ালে
নিরালায় ভাসিবে অশ্রুজলে
গোপনে করিয়া ক্রন্দন,
হয়ে উঠো বিদ্রোহী
হাতে লও তরবারি
ছিরে ফেলো ফতুয়ার বাদন।


হে রমণী হে কিশোরী
তুমি নারী নয়তো ভোগের ইস্যু  
তবে কেন,ধর্ষিত  হায়?
নবীন, প্রবীণ  অবুঝ শিশু।


ভালবাসায় রেখো সদাই
হইয়ো না কবু নিন্দার কারণ,
ন্যায় পথে সঙ্গি হও
অসৎ কাজে করো বারণ।
লজ্জা নারীর প্রধান সম্পদ
শ্রেষ্ট তাদের মায়ার বাধন।


শুধু উচ্চ করে পুরুষের শির
পাবে না বিজয় হবে না স্থির