তর্কে মূর্খতা আনে
জ্ঞান দূরে রয়,
বৃক্ষের ফলে হয়
যথা পরিচয়।


অন্ধ-হিয়ায় বোঝে
অহমিকাটাই,
কিতাবের কোঝা বাওয়া
সার-অযথাই।


হারাম যে দূর করে
আল্লাহর ভয়,
হাদীস-কোরআন লাগে
খেলার বিষয়।


ধর্ম তখন স্রেফ
ব্যবসার ধন,
বিবেক শত্রু হয়
শয়তান আপন।


পরকাল ভাবে মন
মিথ্যে রচনা,
ধর্মকে বেচে চলে
ভোগ-উপাসনা্


নগদ অর্থ যার
পূজাবার ধন-
সত্যের বাণী লাগে
তিক্ত ভীষণ।


কিতাব অর্থহীন
না হলে আমল,
সাবধান হও তাই
পাপীদের দল।


অহমের বাহাদুরী
মৃত্যুতে শেষ,
কাফনে থাকে না জানো
পেকেট বিশেষ।


বড় কথা,বড় বুলি
জ্ঞানের বড়াই,
আখেরের ফলে হবে
নরকের ছাই।


অপমানে হীন হবে
আশু পরকালে
অহমিকা পড়ে রবে
কাফনের তলে।