খুব ইচ্ছা করে_
তোমায় নিয়ে ঘুরতে প্রভাত কালে,
বসন্ত কালের শেষ বিকালে।
খুব ইচ্ছে জাগে মনে,
মুক্ত আকাশে উড়ি এই ফাগু নে।
খুব বাসনা হয়_
তোমায় নিয়ে করি বিশ্ব জয়,
সেই স্বপ্ন, আজো দেখা হয়!


খুব ইচ্ছা ছিল_
তোমায় নিয়ে বাধবো সুখের ঘর,
সাধ আছে, সাধ্য নাই,
তোমার পাশে অচিন নর-

খুব ইচ্ছা করে  
তোমার মুখের মুক্ত হাসি দেখতে,
ইচ্ছে হয় তোমার হাত ধরে-
গল্প করি চাঁদনী কোনো রাতে।


ইচ্ছে করে_
দুজন বসে দূর আকাশে
তারা ক'টা গুনি,
শৈশব টা ভালই ছিল
আমি টুনা তুমি টুনি।
যা বলতাম তা করতে,
আমায় ছাড়া খেলতেও যাওনি
সেই তুমি আজ,
আমায় ভুলে কোন রাজ্যের রানী।
ভাবিনি কখনো
স্বার্থের টানে হারিয়ে যাবে তুমি।


খুব,,,,,খুব শখ লাগে
খেলতে আবার সেই পুতুলের খেলা
যার মাঝে প্রেম আছে,
নাই ছলনার জ্বালা।
শখের বশে স্বপ্নে দেখি,
তোর গলে দিয়েছি, বকুলের মালা,
সেই স্বপ্ন পূরণ হলনা কোনো বেলা