নগণ্য হর্ষ লোভে, করিয়াছে মোরে অসাড়।
কাপড় খোলার ধান্ধা,বানালো সাম্যে নন্দা।
অগচোর উপদ্রবে,জন্ম নবীন ভালবাসার।
প্রেম নামক ধর্ষণ আজ রশ্মি ভুবন হল আধার।
হায় রে জীবন,এই কি দিলে প্রণয় উপহার!


অদৃশ্য দহনে পোড়ে ছাই শত মানুষের মন
আবেগে বিবেক অন্ধ বলে,
             আধারে ডুবে দীপ্ত জীবন।
কথা সবে দিতে পারে, রাখতে পারে ক'জন!
,অল্প অল্প মিথ্যে গল্প, প্রনয়ে বির্ষজন।
মিথ্যে প্রেমের মালা গলে,
              ধর্ষিত আজ বিশ্ব ভুবন।
"সংগ দোষে লোহা ভাসে' সর্ব লোকে বলে,
ইচ্ছাকৃত চাই গো মরণ,
সয়না মনে এ নির্যাতন।
নির্জনে দেহ দানে,
লজ্জিত আজ শিক্ষাজীবন।


বাহিরে সুশ্রী, ভিতরে বিশ্রী মিথ্যে প্রেমের জয়,
সুশ্রী,বিশ্রী অগচোর হলে ঘটে জীবনের পরাজয়।
ভাবছি যা মধুমাস প্রকাশে তা সর্বনাশ
আঁখি মেলে দেই ফেলে গন্ধবিহীন রঙ্গনা,
জানি শুনবে না মোর বাণী।
আমি কে?  সে দিকে নজর দিও না,
কলমের উক্তি গাঠিলে মিলে যুক্তি,
বুঝিয়া মানিলে পাবে সাধনা।।