রাজ পথে বাড়ি আমার-
        ফুটপাতে ঘর,
ভয় পাই না কিছুই আমি
       রোদ,বৃষ্টি ঝড়।
লোক লজ্জার ভয়ে মাগো,
আপন রক্ত করলে পর!
দু’টি দেহের মাখামাখি
ক’ মিনিটের সুখের লাগি,
সব ভুলে মা বানাও যাযাবর।


জন্ম নিলাম ফুটপাতে মা,
      মাটির তৈরী দেহ,
দেহের ভিতর প্রাণের ভাষা,
বাবা কেন হয়নি কেহ?


সোনা, মানিক নাম ধরে,
কে ডাকবে মা মুখ ভরে?
কোন ধর্মের মানব আমি?
     কে বলিবে মোরে?


          সাম্য মাতা...
সেই বা কেমন লোক!
দেয় না মোরে তেমন সুযোগ,
সুযোগ-প্রণয় ছাড়া আজি-
মরচে টোকাই রাস্তা-ঘাটে।
বিরহ জ্বালায় বক্ষ ফাটে,
জননী তো বৈঈমান বটে...!


কোমল দু’টি হাতে
সকাল, সন্ধ্যা রাতে,
জীবিকা খুজি বিশ্রী নদ্রমায়,
সদাই সাম্যে বলে
আমি রাস্তার ছেলে,
পরিচয় দেবার তেমন কিছু নাই।