পেত্রার্কীয় সনেট
মিলবিন্যাসঃ
অষ্টক= (কখখক,  কখখক)
ষটক = (গঘগঘ ঙঙ)
***************************
হৃদয়ের কাছে শুধু ঘটে পরাজয়,
যেথা তার যেতে মানা তার দিকে টানে,
শত ভেবে বুঝিনা তো এর কোন মানে,
কেন ভাবে তার কথা যে আমার নয়।
যার কথা ভাবা শুধু জীবনের ক্ষয়,
যতো ভাবি চাইবো না কভু তার পানে,
কদাচিৎ ডাকে যদি ভেসে যাই বানে,
মনটাকে নিয়ে তাই লাগে শুধু ভয়।


পৃথিবীটা ছিলো মোর তার নামে লেখা,
হৃদয়ের রাজ্যে আজো অলিখিত রাণী,
যতো প্রেম যতো প্রীতি তার কাছে শেখা,
তার কথা আজো যেনো হয়ে আছে বাণী।
হৃদয় বীণার তারে তার সুর সাধা,
বেয়ারা এ মন তাই মানে না তো বাঁধা।