শোনরে জানু বলছি তোকে
                      লাগছে নাকি গায়?
ছন্নছাড়া জীবনটাকে
                      সাজিয়ে দিবি আয়।


না হয় আমি দিনভিখেরী
                      না থাক জমিদারী,
তোর লাগিয়া মনপুরিতে
                      বেঁধেছি এক বাড়ি।


পদ্ম পুকুর,কাটবি সাঁতার
                      দখিন দুয়ার ঘর,
দাওয়ায় বসে পূর্ণিমা চাঁদ
                      দেখবি নিশি ভর।


তোকে নিয়ে উড়াল দেব
                      পেড়িয়ে ছায়াপথ,
ফুলসজ্জার সুখ লুটাব
                      বাহন হবে রথ।


তারার ফুলে গাঁথব মালা
                     পরিয়ে দেব গলে।
শুকতারাটাও তোর লাগিয়া
                     আনবো করতলে।


চাঁদটা এনে তোর ললাটে
                    পরিয়ে দেব টিপ,
লক্ষ জোনাক আনবো ধরে,
                    জ্বালিয়ে দিতে দ্বীপ।


চুল নিয়ে তোর করবো খেলা
                    ঠোঁট ছোঁয়াবো তিলে,
খুনসুটিতে কাটবে বেলা
                     বর আর কনে মিলে।


ঠাঁই যদি পাই তোর পরাণে
                     বলছি ছুঁয়ে গা,
তোর হৃদয়ের দুয়ার হতে
                     বাড়বো না এক পা।


বেঁধে যদি রাখিস আমার
                     সিঁথীর সিঁদুর দিয়ে,
পর জনমেও পাগল পাবি
                     ওপারেতে গিয়ে।
-----------+++++++-------------