নিরাভরণ নিস্তব্দ রাতের কপাট খুলেছে
আজ দখিনা সমির।
বয়স্ক মেহেদীর জরাগ্রস্ত পাতায় খেলে গেলো
তার আবেগী শিহরণ।
চৈত্রের ওষ্ঠাগত প্রাণে যেন ক্ষণকালীন
এক জান্নাতি ছোঁয়া।


ক'দিনের  বিরামহীন বরিষণে যেন ধুয়ে গেছে
আকাশের গায়ে জমে থাকা আজন্ম ক্লেদ।
দ্বিধাহীন দুর্বিনীত চোখে অবলীলায় দেখি
আকাশের গায়ে তারাদের সহবাস।
চাঁদের সাথে মাতাল মেঘের খুনসুটি দেখি,
দেখি শৈল্পিক উম্মাদনায় জোনাকি পোকার
নগ্ন নৃত্য অপলক।


শুক্লা পক্ষের মেদহীন এক দুধেল রাত্রির এই
স্বর্গীয় অনুভূতি জীবনে বোধহয় এটাই প্রথম।
নিষ্পাপ নিসর্গের এই বিজন প্রহরে মুখোমুখি
বসে আছি আমি আর রাত্রি।
তুমিময়তার এক বিমূর্ত আবেশ আজ আচ্ছন্ন
রেখেছে আমার আপাদমস্তক।
জ্যোৎস্নাস্নাত রাত, দখিনা সমির আর তোমার
চুলের চিরচেনা সেই অবেগি আবেদন......


আজ তোমাকে নিয়ে ভাবতে ভীষণ ভালো
লাগছে "মায়া"।
এক অন্যরকম প্রেমময় অনুভূতি।
একএক করে খসে পড়ুক শুভ্র মেঘের আকাশ
ভর্তি অগণিত  পালক,
তবুও প্রভাত নাহোক তুমিময়তায় আবেশিত
মায়াময় এই রাত........