এত কিছু কি করে পার তুমি?
কই আমিতো পারিনা তোমার মতো!কিন্তু খুব চেষ্টা করি।
মাঝে মাঝে মনে হয় আমি যেন সুদক্ষ মসলিন কারিগর।
মাথার ঘাম পায়ে ফেলে আমার নিখাদ ভালবাসার রেশমি সুতোয় অহর নিশ শুধু তোমাকে বুনি।
বুনি আমার প্রেম সিক্ত প্রতিটি বাহারি সুতোয়।
প্রস্তুত করি আমার ভালবাসার বিখ্যাত মসলিন।


আমি আমার সুনিপুণ কুশলী হাতে প্রতিনিয়ত নির্মাণ করি তোমা হতে নতুন তোমায়।
যেমন করে বাবুই, সারাদিন খুঁজে আনা খড় কুটো দিয়ে জোনাকির আলোয় সারারাত ধরে নির্মাণ  করে সুদর্শন বাবুই আট্টালিকা,আপরুপ অবয়বে।


আমি তোমার মহাকাশের নব্য নভোচারী।
তোমাকে আবিষ্কারের নেশায় আমার অবিরাম ছুটে চলা গ্রহ থেকে গ্রহান্তরে।
প্রাণটাকে মুঠো করে কন্টকাময় বন্ধুর বাঁকা পথে পারি দিয়েছি যোজন যোজন পথ।
কতো তারাখসা আর তোমার নিক্ষিপ্ত উল্কাপিন্ডের অতর্কিত আঘাতে বিদ্ধস্ত হয়েছি বারংবার,তবুও হাল ছাড়িনি।


তুমি সব পার,তোমার মাঝে এত্ত কিছু?কোথায় লুকিয়ে রাখ?
তোমাকে আবিষ্কার আর নির্মাণে ব্যয় ধার্য করেছি আমার আপাদমস্তক।
আর আমার সারাটা জীবন উৎসর্গ করেছি তোমায় নির্মাণ ব্যয়ে।
আমার বিন্দু বিন্দু সফলতায় আশ্চর্য হয়েছি,শিহরিত হয়েছি চরম পুলকে।
আর তোমার আকাশনীলা মুখের দিকে অপলকে তাকিয়ে থাকেছি অপার বিশ্ময়ে।
--------------+++++++++---------------