বৈশাখ মানে বটমূলে বসে পান্তা-ইলিশ খাওয়া,
বৈশাখ মানে বার মাস পরে গাঙ্গে নৌকা বাওয়া।
বৈশাখ মানে ইলিশের গায়ে আগুন আগুন হাওয়া,
বৈশাখ মানে কিছু ব্যবসায়ী কোটিপতি বনে যাওয়া।
বৈশাখ মানে মাটির বাসনে একবেলা ভাত খাওয়া,
বৈশাখ মানে ক্ষণিকের লাগি বাঙালি হতে চাওয়া।
বৈশাখ মানে বোশেখী পোশাকে রূপের প্রদর্শনী,
বৈশাখ মানে কিছু ললনার স্বেচ্ছা সম্ভ্রমহানি।
বৈশাখ মানে খোঁপায়-বেনীতে বাহারি ফুলের সাজ,
বৈশাখ মানে ধুয়ে মুছে ফেলা লজ্জাবতীর লাজ।
বৈশাখ মানে বখাটে যুবা'র ওঁত পেতে বসে থাকা,
বৈশাখ মানে প্রেমিক যুগলে চোখে চোখে চোখ রাখা।
বৈশাখ মানে শোভা যাত্রার নামে ধর্ম বিসর্জন,
বৈশাখ মানে বিজাতি কৃষ্টির অন্ধ অনুশীলন।
বৈশাখ মানে পেঁচা,হাতী নিয়ে রাজপথে ঢাক বাজা,
বৈশাখ মানে নব প্রজন্মের রং মেখে সং সাজা।
বৈশাখ মানে কিছু প্রতিমাকে মঙ্গল দাত্রী মানা,
বৈশাখ মানে ধর্মের মূলে কুঠার আঘাত হানা।
বৈশাখ মানে ভিনদেশী রীতির অন্ধ চর্চা করা,
বৈশাখ মানে বাঙালিআনার শ্বাস রোধ করে মারা।
বৈশাখ মানে অপ সংস্কৃতিতে নিজেকে হারিয়ে ফেলা,
বৈশাখ মানে বাঙালি জাতির স্বহস্তে বিষ গেলা।।
-------------+++++++++++-------------