লিমেরিক
=====
(এক)
তুই যে আমার এক হৃদয়ে নীল আকাশের নীল,
মনটা আমার  সেই আকাশে  উড়ন্ত  গাঙচিল।
আমি সেই আকাশে উড়ি
যেনো  সুতোয় বাঁধা ঘুড়ি
ইচ্ছেমতো  করতে  পারিস  টান  অথবা  ঢিল।


(দুই)
কপোল থেকে ঠিকরে পরে মাতাল করা রূপ,
তুই ছাড়া যে শূণ্য থাকি, পেলেই  থাকি চুপ।
আপন বলতে তোকেই বুঝি
তোর ভিতরে আমায় খুঁজি
তোর স্মরণে জ্বালিয়ে রাখি হৃদয় পোড়া ধুপ।


(তিন)
দলিল ছাড়া করলি দখল আমার প্রেমিক মন
থমকে গেছে জীবন আমার, আর কাটেনা ক্ষণ
থাকিস কোথা বলতো শুনি
আমি  শুধুই  প্রহর  গুণি
মরে  গেলে  আর  পাবি না  এমন  আপনজন।
-----++++-----