এমনি করে একটু খানি কথার ছলে,
মনের ভুলে কত কি যে গেছিস বলে!
যায় না বলা সেসব কথা জনেজনে,
স্মরণ হলেই বুকটা ভাসে সঙ্গোপনে।


এমন করে ক্যান যে বুকে বাঁধলি বাসা?
ক্যান দেখালি এমন করে মিথ্যে আশা?
এমন আমায় করলি কেন সর্বনাশী?
বললি কেন ভুলের বশে ভালোবাসি?


এমন করেই সরবি যদি যোজন দূরে,
কেন তবে সুর মিলালি আমার সুরে?
হৃদয়টাকে আজ বিবাগী করলি কেন,
ভাংলি এ মন, হাতের গড়া পুতুল যেন।


এমন করেই রাখবো তোকে বুকের ভাঁজে,
পুষবো না হয় খুব যতনে হৃদয় মাঝে।
থাকবো না হয় একটা জীবন একলা নীড়ে,
ভাংলে কভু ভুলের পাহাড় আসিস ফিরে।
----------+++++-------