এক মানবী
     - ইয়ামিন বসুনিয়া
************************
এক মানবী কেমন করে বসত করে
খুব নীরবে মনের ঘরে?
কেমন করে আগলে রাখে
বুকের মাঝে সকাল সাঁঝে
জীবন নামের প্রবল ঝড়ে?


এক মানবী শিশির হয়ে
খুব গোপনে নিত্য ঝরে মনের ছাদে,
ক্রমশঃ বাঁধে মায়ার ডোরে।
অলক্ষ্যে তার শুভ্র কায়া গোপন মায়া
খুব যতনে নিত্য জড়ায়, জোছনা ছড়ায় ঘুম পালানো উদাস ভোরে।


এক মানবী কেমন করে দখল করে শেকড় সহ,
জাপটে ধরে ভীষণ জোরে।
কেমন করে মিষ্টি বিষে রক্তে মিশে,
ভেতর ভেতর হৃদয় খোরে খুব গহীনে অন্তরালে....?