এখন আমার আঁধার নিশি
এমন  করেই  ঘুম  টুটে,
এখন মনের পাগলা ঘোড়া
লাগাম  বিহীন  খুব  ছুটে।
          এখন আমার উদাস দুপুর
          একলা  কাটে  খুব  হেসে,
          এখন আমার বুকের জমিন
          চোখের  জলে  যায় ভেসে।
এখন আমার স্বজন সুহৃদ
একলা  রেখে  যায়  ছাড়ি,
এখন আমার কোলের বালিশ
আমার  সাথেই  দেয়  আঁড়ি।
           এখন আমায় কেউ বলেনা
           খাচ্ছ  কোথায়, যাচ্ছ  কই?
           এখন  আমায়  বলবে কেন
           আমি তো আর কারোর নই!
এখন মনে নেয় না প্রবোধ
ভেঙ্গে  গেছে  সকল  বাঁধ,
এখন জীবন আঁধার কুলায়
আর জাগে না বাঁচার সাধ।
           এখন আমার পাষান প্রিয়া
           দেখছে  স্বপন  কার  বুকে,
           এখন আমার অধীর চাওয়া
           মনের  মানুষ  থাক  সুখে।
           ------++++++-------