অন্তঃসারশূন্য বুকের চিলেকোঠায় অনুচ্চারিত
কথাদের হাহাকার ইথার স্পর্শ করার অগেই
মিলিয়ে যায় ভিন্ কোন গ্রহের নিঃসীম শূন্যতায়।
পোকামাকড়ের অভয়াশ্রমে পরিণত হয়েছে
বাদুড়ঝোলা হৃৎপিণ্ডের প্রতিটি প্রকোষ্ঠ।


যৌবনের প্রথম বসন্তেই প্রেমের দায়ে নিলামে
উঠেছিল পৈত্রিক ভিটেমাটি।
অমিমাংসীত সেই মামলার জের শতাব্দীকাল
বয়ে বেড়ালো একটা ফেরারি জীবন।


পরিচর্যার অভাবে নুয়েপড়া  পরিত্যক্ত
দখিনদুয়ারী একমাত্র কুঁড়েঘর,
একটা সময় যার দাওয়ায় বসতো জোনাকির
মেলা আর একচিলতে উঠোনজুড়ে থাকতো
ভাট ফুলের উন্মাতাল গন্ধ।
এখন সেখানে শুধুই পোড়ামাটির দীর্ঘশ্বাস,
বিরাজ করে শ্মশানের নীরবতা।


মাথার উপরের টুকরো আসমানটাও
জবরদখল হয়ে গেলো অবশেষে,
অবশিষ্ট শুধু এই নরকঙ্কালের নিষ্পত্তিহীন
একটা রুগ্ন ফুসফুস।
কান পাতলেই শোনা যায় ভাত ফোটার বুঁদবুঁদ।
মরার স্বাধীনতাটুকুও হয়তো হরণ হবে অচিরেই।
নিঃশেষে বিভাজ্য হতে চলেছে সব,
তারই ধারাবাহিকতায় সমাধান পাবে
জীবন নামের একটা জটিল সমীকরণ।
--------------+++++---------