তোমার বর্ণাঢ্য জীবনের সার্থক উপন্যাসটা
হাতে পেলাম আজ।
কোন প্রতিষ্ঠিত গ্রাফিক্স এক্সপার্টের নির্দেশনায়
সুদক্ষ আঁকিয়ের রঙ তুলিতে করা নিখুঁত
তৈলচিত্রের নয়নাভিরাম প্রচ্ছদ,
ভারী মলাটের গুণে স্পষ্ট উদ্ভাসিত তোমার
চরিত্রের শৈল্পিক সুষমা।
গভীর মনোনিবেশে খতিয়ে খতিয়ে দেখলাম
প্রতিটি স্বর্ণালী অধ্যায়।
সমুখে ও নেপথ্যে কত বর্ণীল চরিত্রের অবতারণা
তোমার জীবনকে করেছে উপভোগ্য ও মহিমাময়।
আমি বাধ্য পাঠকের মত গোগ্রাসে গিলেই
চললাম স্বর্ণনির্মিত প্রতিটি অক্ষর।
স্বযত্নে ভাঁজ করে রাখলাম হৃদয়ের ভাঁজে।
আমি শেষ পৃষ্ঠা অবধি পড়লাম, কিন্তু কি আশ্চর্য!
তোমার সহস্র পৃষ্ঠার জীবন বৃত্তান্তে আমার নামে
বরাদ্দ নেই খালি কোন পৃষ্ঠার অস্তিত্ব।
যার উৎসর্গে আমি নেই, নির্ঘন্টে আমি নেই,
বক্তব্যে আমি নেই,নেই সূচনা বা উপসংহারের
মাঝে কোন বিরামচিহ্নের পূর্বে আমার নামের
উচ্চারণ একটি বার।
অথচ আমি খড়িমাটির আঁচড়ে নিজের নামটা
তোমার দেয়ালে লেখার অব্যাহত প্রচেষ্টায়
আজও যখন দণ্ডায়মান সেই প্রথমদিনের
অধীরতায়,তখন শেষ পৃষ্ঠায়
দৃষ্টি নিবন্ধ আমার। যেখানে লেখা ছিল তোমার
                "জীবনের যবনিকা"।
    ----------+++++++---------