একটা সম্বোধনহীন ভুল সম্পর্কের মৃতদেহকে বুকের
গহীনে আগলে রেখেছিলাম সহস্র বছর।
পচন রোধে সিক্ত রেখেছিলাম যকৃতের নির্যাসে।
হৃৎপিণ্ড পুড়ে আগর জ্বালিয়েছিলাম লাশ রাখা ঘরে,
শবদেহের শিয়রে ধুপ জ্বেলে সুগন্ধি ঢেলেছিলাম
অহর্নিশ, লোক চক্ষুর অন্তরালে।


অদূর অতীতে যেখানে বর্ণিল ভালোবাসার পেলব
মেখে আমার আকাশে উদিত হতো রাঙা প্রভাত।
আজ সেখানে প্রহর গোণে নরকীয় হাহাকার।
জীবদ্দশায় যার চিবুক থেকে চুইয়ে পড়া
ঘামে ছিল কর্পূরের মাতাল সুবাস। আবেদনময়ী
ভরাট ঠোঁটের উষ্ণতায় ছিল গোলাপের সৌরভ।
অথচ আজ তার উৎকট গন্ধে নির্ঘুম রাত কাটে,
বায়ুমন্ডল ভারী করে দুষিত বাতাস।
আমার প্রাণ ওষ্ঠাগত আজ।
বুকের জমিনে মাটি চাপা দিতে বাধ্য হলাম
গলিত লাশের অবশিষ্ট হাড়গোড়।
----------+++++++----------