একটা প্রেমের মৃত্যু হলো
যে প্রেমটায় খাদ ছিল না
ভালোবাসার বাঁধ ছিল না
কৃত্রিমতার লেশ ছিল না
সুখ-স্বপ্নের শেষ ছিল না
বিশ্বাসে তিল খাদ ছিল না
ভোগের কোন সাধ ছিল না
সেই প্রেমটার মৃত্যু হলো।


এক হৃদয়ের মৃত্যু হলো
যে হৃদয়ে প্রেমের নদী
বইতো কেবল নিরবধি
হৃৎপিন্ডের প্রতি খোপে
প্রিয়ার নামে বৃক্ষ রোপে
যে হৃদয়ে জ্বলতো আগুন
বারমাসেই থাকতো ফাগুন
সেই হৃদয়ের মৃত্যু হলো।


এক প্রেমিকের মৃত্যু হলো,
প্রেমিকটা খুব পাগল ছিল
তাইতো হঠাৎ জীবন গেল
প্রিয়ার পায়ে মল পরাতো
চোখে সুখের জল ঝরাতো
হৃদয় নামের ছোট্ট নীড়ে
স্বপ্ন শুধু তাকেই ঘিরে
সেই প্রেমিকের মৃত্যু হলো।


এক আত্মার মৃত্যু হলো,
যে আত্মার চারিপাশে
তার প্রেমিকা থাকতো বসে
প্রিয়ার যদি অসুখ করে রোজা,
নামাজ,মানত করে
ক্বাবা ঘরের চাদর ধরে
প্রিয়ার সুখের দোয়া করে
সেই আত্মার মৃত্যু হলো।।
--------+++++--------