আমার অঞ্জনা
                 - ইয়ামিন বসুনিয়া


ঊর্মি যেন দোল দিয়ে যায় উথাল-পাতাল অর্ণবে,
গাছের ফাঁকে রোদের ঝিলিক কিশোর পাতা পল্লবে।
হিমেল হাওয়া আছড়ে পড়ে শান্ত হৃদয় হিল্লোলে,
মাতাল আমার মন ভ্রমরা কান পেতেছে কল্লোলে।


প্রেম জোয়ারের উষ্ণ সে জল ছিটায় পাখি চঞ্চুতে,
ভালোবাসার ভৈরবীরাগ গায় যে বীণা-বেঞ্জুতে।
আজ নিশিথে রইবে পাশে অন্তরে মোর উর্বশী,
থাকবে সাথে নীল জোছনা,দূর গগনের ঐ শশী।


মন ভ্রমরা ব্যাকুল বেজায় কোন সে মধুর গুঞ্জনে,
নাচছে ঝাড়ের শুকনো পাতা, নাচছে পাখি খঞ্জনে।
নয়কো বৃথাই নষ্ট সময়, বিমর্ষ কোন্ কোন্দলে,
মন উড়াব মাতাল হাওয়ায় দুলব প্রেমের হিন্দোলে।


ছড়ায় আলোর মিষ্টি প্রভা উষ্ণতা মোর অন্দরে,
সুখের জাহাজ ভিড়ল বুঝি প্রেম নগরের বন্দরে।
আজকে সুখের এমন রাতে নয়কো কোন বঞ্চনা,
থাকবে বুকে অনন্ত কাল মোর ললনা অঞ্জনা।
--------------++++++++------------