আমার মরণের পর
              - ইয়ামিন বসুনিয়া
******************
একদিন আমি চলেই যাবো
    ছিন্ন করে সকল মায়া,
প্রাণবায়ুটা থাকবে না আর
  থাকবে পড়ে নিথর কায়া।


আমার পাশে সবাই রবে
স্বজনরা সব কান্নারত,
অনুপস্থিত থাকবো শুধু
এই অভাগা ভাগ্যাহত।


জানি ভীষণ খুশিই হবে
শুনলে আমার মরার খবর,
তবুও বলি সময় পেলে
দেখতে এসো আমার কবর।


চাই না দোয়া, দীর্ঘনিশ্বাস
অবজ্ঞা আর ঘৃণা যত,
তোমার দেয়া অবহেলাই
আমার কাছে দোয়ার মত।


আপদ - বালাই দাফন হল
আসবেনা কেউ আর জ্বালাতে,
সেই খুশিতে দারুণ সেজো
নববর্ষের দুল - মালাতে।


যা দিয়েছি, যা বলেছি
সব করেছি ভালোবেসে,
সারা জীবন ভুল বুঝেছ
ধিক দিয়েছ অবশেষে।


তোমার বাসার গলির মোড়ে
নয়তো তোমার অফিস গেটে,
আত্মা আমার দেখতে তোমায়
   যখন তখন আসবে ছুটে।


আগেই বলি ভয় পেয়ো না
আসবো আমি গভীর রাতে,
ছায়ার মত ভালোবেসে
থাকবো সদা তোমার সাথে।
-------+++++++-----