আমার এই হয়েছে রোগ,
তুই বুঝি আর নেই তো মানুষ
আস্তো জলের জোঁক।
নাইতে  গেলে  সকাল সাঁঝে
লেপ্টে থাকিস বুকের ভাঁজে,
থাকিস  মিশে  মর্মপীড়ায়
হুল ফুটিয়ে শিরায় শিরায়,
শক্ত  দাঁতে  রক্ত চুষিস,
রাখিস  কি তার খোঁজ?
তুই এমন করিস রোজ।


আমার নেইতো নিজের ভুঁই
একটা জীবন খুব যাযাবর
যখন যেথায় শুই.....
যখন আমার আকাশ কাঁদে
ঠাঁই খুঁজি  যার  মনের ছাদে,
যার  ইশারায়  দুঃখ  ভুলি
শিশুর মতন হাওয়ায় দুলি,
অনুভুতির দুয়ার খুলে
যার  অবয়ব  ছুঁই,
সেই প্রিয়জন তুই;
আমার নিজের তুই।