কোন জনমে আমার ছিলে আমি স্বয়ং সন্দিহান।
বিস্মৃত স্মৃতিতে আজ বিলুপ্ত জনপদ,প্রেম,অভিসার, প্রথম মিলন,মধুচন্দ্রিমা সব.......
বিপর্যস্ত নীতিতে আজ বিধ্বস্ত প্রেমালয়।
বিশ্বাস ঘাতকতার ক্রমাগত কষাঘাতে হেলেনের ট্রয়ও যেন আজ বিকৃত ইতিহাস।
আজ জীবন বৃত্তের সমদ্বিখণ্ডক ব্যাস রূপান্তরিত হয়েছে জ্যা'এ।
দেহের ব্যবচ্ছেদে শুধু শ্বাস টুকুর জন্য একখণ্ড ফুসফুস বাদে বাকি পুরোটাই রয়েছে আজও তোমার করতলে।
আন্দোলিত ব্রহ্মাণ্ডের কোন অজানা বিপ্লবে দু'জনার অবস্থান আজ বিষুব রেখার সম্পূর্ণ বিপরীতে।
দক্ষিণ মেরুতে তুমি আর আমার অবস্থান তুষারাবৃত উত্তর মেরু, যেখানে দিবা নিশির সঙ্গম হয় ছ'মাসের ব্যবধানে।
এক ধরিত্রী দূরত্বেও আজও তোমার স্পর্শ পাই দ্রাঘিমার অবদানে।
সেই কবে একবার আমার মস্তক চেপে ধরেছিলে তোমার কুসুম গরম উর্বর বুকে,সেই অনন্ত উত্তাপে অদ্যাবধি রক্ত সঞ্চালিত হয় আমার হিমায়িত অবয়বে.....!!
------------------+++++++++----------------