একটু ভালোবাসতে দিবি আমার মত করে!
কুলের গাছে স্বর্ণলতা জাপটে যেমন ধরে।
জলের তলে অক্টোপাস'এ যেমন শিকার ধরে,
বুকের খাঁচায় রাখব তোকে তেমন কব্জা করে।
অশথ গাথের শেকড় যেমন পাতাল ফুঁড়ে যায়,
শেকড় আমার গাড়ব তেমন পাষাণ  কলিজায়।
পূর্ণিমা চাঁদ যেমন ঘুমায় রাতের উদার বুকে,
রাখব তোকে গহীন বুকে সুখ অথবা দুখে।
চাঁদের পিরিত জোয়ার-ভাটায় ফুলের সাথে মৌ,
বেনারসি ঠিক পরাবো  সাজিস যদি বউ!
নীল ভ্রমরা যত্নে গড়ে ফুলের মাঝে বাসা,
হৃৎপিন্ডে হুল ফুটিয়ে শুষবো ভালোবাসা।
মাতাল নদী মাতোয়ারা সাগর ছোঁবে বলে,
তোকে ছোঁবার আজন্ম সাধ ভোগায় পলেপলে।
তোর ভাবনায় দুপুর গড়ায় কাটে নিঘুম রাত,
একদিন ঠিক আমার হবি তিন জনমের সাধ।
-------------++++++++------------