পেত্রার্কীয় সনেট
মিলবিন্যাসঃ
অষ্টক-২টি=চতুষ্ক (কখখক,  কখখক) ষটক-২টি =ত্রিপদিকা (গঘগ, ঘগঘ)
***************************
দেখেছি তাহারে আমি লাজ রাঙা ঠোঁটে,
নাকেতে নোলক তার মৃদু মৃদু দুলে,
রজত খচিত বিছা কটিদেশে ঝুলে,
দিশেহারা ওলিকুল শতদলে জোটে।
পুষ্পিত কাননে যেন রাঙা ফুল ফোটে,
গ্রথিত প্রিয়ার মুখ মোর মর্মমূলে,
ভ্রমে কি যায় তা ভুলা,অযাচিত ভুলে?
বাঁধন টুটিয়া মন তার পাণে ছোটে।


আনত নয়নে তার কেন এত মায়া,
চেয়ে থাকি পথ পানে প্রিয়া যাবে যবে,
চকিত চাহনি মোর মনে ফেলে ছায়া।
ভাবি শুধু আনমনে সে কি মোর হবে!
সাক্ষাত আপ্সরী সম রূপবতী কায়া,
জন্ম জন্মান্তরে শুধু মন ছুঁয়ে রবে।
---------++++++----------