স্বপ্নের ধূসর জমিনে প্রতিনিয়ত করি প্রত্যাশার চাষাবাদ।
হৃদয়ের রক্তক্ষরণে শেকড় ভেজাই কাঠফাটা রোদে।
গায়ের চামড়ায় তৈরি করে বন্যার বেড়িবাঁধ,
বুকের গভীরে লালন করি স্বপ্নের সোনালি ফসল।


আমি দেবালয়ের বাসিন্দা কোন দেবদূত নই,
শৌর্যে-বীর্যে,পেশীতে আমিও এক সক্ষম পুরুষ।
আমারও তো কিছু চাইবার আছে জন্মগত অধিকার।
না না- আহামরি কিছু নয়....
ধন,জন,অঢেল ঐশ্বর্য, প্রাসাদোপম  অট্টালিকা
এ সবের কিছুই চাই না আমার।


দ্রোহের দাবানলে আজন্ম যে বুকে জ্বলে
রাবণেরচিতা,
নৈঃশব্দ্যে পেষণের আঘাত শতশত,
হৃৎপিন্ডে মোর গদগদে ক্ষত,
চাই শুধু তার উপশম।
আকাঙ্ক্ষার অনলে পোড়া মৃন্ময়ী কায়া,
প্রত্যহ প্রত্যাশা করে দ্রৌপদী প্রেম।
নিষ্কলুষ এক বিশুদ্ধ প্রেম চাই আমার।
ঋদ্ধ চিত্তের শাশ্বত এক প্রেমময়ী আরাধ্যাই
আমার আমৃত্যু আরাধনা.......
-------------+++++++-----------