অতীত ফিরে দেখা
                   - ইয়ামিন বসুনিয়া
******************************
তোমার ছোঁয়া এমন কেন     ঠিক হেরোইন আফিম যেন
                       এক  অমিয়  সুধা,
রাগ বা না হোক অনুরাগে       বুকের মাঝে  শুধুই  জাগে
                       তোমায় ছোঁয়ার ক্ষুধা।

যেথায় বিলীন আমার আমি    হারিয়ে খুঁজি  দিবস জামি
                        নীল   নয়নার   নীলে।
কাঁচা সোনার চেয়েও দামি        একজীবনে  এমন   প্রেমী
                       আর কি কোথাও মিলে?


মনটা হঠাৎ  অতীত খোঁজে     লুকিয়ে থাকা বুকের ভাঁজে
                        যায়না   কভু  ভোলা।
ইচ্ছে  স্বাধীন   ক্ষণেক্ষণে         নয়তো   কভু   সঙ্গোপনে
                       খুব  দিয়ে যায়  দোলা।

সুপ্ত  প্রেমের স্বত্ত্বাগুলো        ঘুমিয়ে  ছিল জড়িয়ে  ধুলো
                        জাগিয়ে  দিলো  কেউ!
সেই পুরনো  শান্ত  নদী             বইতো   শুধুই   নিরবধি,
                         এখন   সেথায়  ঢেউ।
                         -----++++-----




  



,
,