আজকে তুমি ব্যস্ত অনেক,কালকে তোমার কাজ,
এমন করেই সময় গড়ায় দিন হয়ে যায় সাঁঝ।
ব্যবসা, অফিস,জমিদারি হরেক অজুহাতে,
দুনিয়া জোড়া কাজ মিটিয়ে নিত্য ফিরো রাতে।
আবার তুমি ছাত্র ভালো,ভীষণ পড়ার চাপ,
অনেক বড় মানুষ হতে বাকি দু-তিন ধাপ।
রোজ সকালে উঠতে দেরি, ব্যস্ত দুপুর ময়,
বিকেল গড়ায় খেলার মাঠে,সন্ধ্যাটা আড্ডায়।
শুতে গেলেই মুঠোফোনটা কাড়ে রাতের ঘুম,
কোন উপায়ে রাত পোহালে দিনে কাজের ধুম।
এমন করেই দিন আসে যায়,বছর যে হয় গত,
ভুলেও কভু ভেবেছ কি বয়স তোমার কত?
কি কারণে সৃষ্টি তোমার ভাবো কি একবার?
মুক্ত আলো,মুক্ত বাতাস নিচ্ছ তুমি কার?
স্রষ্টা বলেন জিন আর মানব সৃষ্টি আমার লাগি,
উপাসনায় আমি ছাড়া নাইতো কোন ভাগি।
আল্লাহ তোমায় ডুবিয়ে রাখেন অপার নিয়ামতে,
তবুও তুমি বিমুখ কেন তারই ইবাদতে?
আজ নিজেকে প্রশ্ন করি,কার ইবাদত কর?
আত্মা বলে হদ্দ বোকা মনের পুজা ছাড়ো।
বেলা তোমার বসলো পাটে,বাড়লো শুধু পাপ,
কবে তুমি চলবে সোজা,মরলে যেমন সাপ?
তাইতো বলি ও ভোলা মন,আর যেও না দূরে,
নামাজ,রোজা,দীনের কাজে এবার এসো ফিরে।।
-------------+++++++++-----------