হৃদয়ের বড় অসুখ করেছে আজ।
হৃদয়হীন মানুষ গুলোর নিদারুণ
অত্যাচার, অনাদর আর অবহেলায়
সে পরিণত হয়েছে শৃঙ্খলিত দাসে।


অন্তরাকাশে পুঞ্জিভূত সীমাহীন মেঘরাশি
নিমিষেই গ্রাস করে জীবনের
সবটুকু সোনা রোদ।
জীবন সায়াহ্নে আজ সাড়ম্বরে চলে
গোধূলির আয়োজন।
দিনান্তে সূর্যের শেষ আভাটুকু
আত্মবলিদানে আলিঙ্গন করে নিষ্ঠুর রাত্রি।


বাইরে অথৈ জ্যোৎস্না স্নিগ্ধতায় প্লাবিত
করে মাঠ,ঘাট,প্রান্তর।
অথচ ভিতরে বহমান উত্তাল সমুদ্রে
অবিরত ঝড় তোলে বৈরি বাতাস।
ঘুণে ধরা ছাদ প্রতিনিয়ত নোংরা করে
জীবনের আসবাব,নিঃশব্দে-অগোচরে।
ধুলির আস্তরণে ঢাকা পড়ে আছে
হিসেবের খাতা।
পাওয়া না পাওয়ার বেমিল হিসেবটাই
বারবার কষি,বড় অবেলায়.......
দেখি নিঃশেষে বিভাজ্য সব,
অবশিষ্ট অবান্তর।


কেউ বুঝেনা,কেউ দেখার নেই
কি খাই-না খাই.....
বড়ই বেসুরে বাজে আজ মিলনের বাঁশী।
শ্যামলা মেয়ে,
কি করে বুঝাই, আমি যে তোমার দখলে,
আজো তাই তোমাকেই ভালোবাসি।।
--------++++++++++--------