দেখিতে দেখিতে বয়স গেল
      শরীরে ধরিছে জরা,
হঠাৎ  আসিয়া মালাকুলমউত
      দুয়ারে নাড়িছে কড়া।


আপন জনেরা শিয়রে বসিয়া
      কালেমা পড়িছে কত,
মুখে নাহি আসে কালেমা আমার
        চেষ্টা করিয়া শত।


জীবনে পড়িনি নামাজ কোরান
        ডাকিনি কখনো প্রভু।
দুঃখী জনে দান,সদকা ফিতির
        তাওতো করিনি কভু।


হালাল হারাম যাচি নাই কভু
      সুদ ঘুষ আরও কত,
ক্ষমতার জোরে ধরা করি সরা
       নিয়ম ভেঙেছি যতো।


কৈশোরে কত না বলে খেয়েছি
       অন্যের পাকা আম,
অবলীলে তার ভুলে গেছি সব
       দেই নি কখনো দাম।


যৌবন ভাটি, কাটেনাতো তবু
      অন্য নারীর মোহ,
অন্তরদেশে  চলে  অবিরত
     নিজের সাথেই দ্রোহ।


আরও কত কথা স্মৃতিপটে ভাসে
        জীবন সায়াহ্নে আসি
উতলা হৃদয়  আজ অনুশোচনায়
         অশ্রু বারিতে ভাসি।


গফুরুর  রহিম  হে  বারে খোদা
         ক্ষমা কর অপরাধ,
দয়াল নবী(সাঃ)নিজ গুণে মোরে
        আজ কর শাফায়াত।


কি বিশাল দেহ,কি যে কদাকার
        চাপিয়া বসিল বুকে,
জলের  তৃষ্ণায়  কাতর  আমি    
       নিশ্বাস সরে না মুখে।


চিৎকার করি কাঁদিতে লাগিয়া
      ভেঙে গেল যবে নিদ,
গায়ের বসন ভিজিয়াছে ঘামে
       যদিও তখনও শীত।
--------+++++---------