যাকনা সময় সময় ভুলে,একটা জীবন বাচঁব কত?
বেশতো আছি,কি আসে যায়?ডাকলে কেন আগের মত?


দুই যুগ আগে তোমার দেয়া 'ডিনেম' নামের পারফিউমটা,
শেষ হবে তাই নেইনি গায়ে,শেষ হয়েছ বাতাস লেগে।
প্লাষ্টিকের খোলসটা তাও খুব যতনে আগলে রাখি,
মৌ মৌ সেই গন্ধ আজো আটকে আছে নাকের সাথে।
মানিব্যাগ আর নীল জামাটা আজো তেমন নুতন আছে,
আর কখনো না দাও যদি,সেই শঙ্কায় দেইনা গায়ে।
মানি ব্যাগের সেই চিঠিটা যা লিখেছ নিজের হাতে,
ভাঁজ পড়েছে অনেক গুলো, তবুও রাখি বুকের ভাঁজে।


তুমি এখন চাকুরী জীবী, ধন্য অফিস তোমায় পেয়ে।
পাইক,পেয়াদা,এম ডি সহ তোমার নামের তাসবি যপে।
উপরন্ত বন্ধু অনেক,সেল ফোনও তাই ব্যস্ত থাকে।
বাকী সময় নি:শেষে দাও ফেইস বুক আর ম্যাসেঞ্জারে।
অনেক সময় আমার ম্যাসেজ-ম্যাসেজ চাপায় পচন ধরে,
গন্ধ ভাসে বিষ বাতাসে,অব্যক্ত প্রেম গুমড়ে মরে।


একটা সময় স্বপ্ন ছিল তোমার চুলের গন্ধ নেব।
রেশমী কেশে কাটব বিলি,খুব আদরে ঘুম পারাব।
তোমায় নিয়ে দূর নীলিমায় মেঘের ভেলায় গা এলাব।
উষ্ণ ঠোঁটের পরশ দিয়ে হাজার রকম দুখ ভোলাব।
স্বপ্ন এখন দু:স্বপ্ন, উচ্চাভিলাষ,অহংকারে,
তোমার শুরু আমার সারা,এই ভাবনায় নিদ্রা কাড়ে।


থাকনা এসব,লাভকি বলে?পুরান স্মৃতি হৃদয় খুঁড়ে।
এক জীবনে এক প্রেয়সী কতটা আর কষ্ট দেবে?
এক হৃদয়ের একটা অসুখ কতটাইবা আর ভোগাবে?
হয়ত ভাব আমায় নিয়ে তোমার কেন ভাবনা রাশি?
খুলেই বলি,তোমায় আমি আমার চেয়েও ভালবাসি।
-------------+++++++++------------------