অযাচিত ভাবনায়
    - ইয়ামিন বসুনিয়া
****************
চল্ ভিজি  অবিরাম
বৃষ্টির   জলে,
ভেতরটা জ্বলে কেন
খুব পলেপলে?


ছোট কালে ঝরি এলে
গায়ে দিতি কাদা,
ভেজা গায়ে দেখলেই
বকা দিতো দাদা।


কতোকিছু ঘটে যেতো
সেই শিশুকালে,
কেউ কিছু বলতো না
চুমু দিলে গালে।


আজকাল   বরিষণে
মনে বহে ঝড়,
হদয়টা   অকারণে
কাঁপে থরথর।


জানালায় বসে থাকি
লাগেনা তো সুখ,
জলে  ভাসা  বুদবুদে
দেখি তোর মুখ।


অযাচিত   শিহরণ
তবু ক্ষণেক্ষণে,
তোর মায়ামুখটাকে
খুব পড়ে মনে।
---+++---