আজও খুলে রেখেছি হৃদয়ের দখিন দুয়ার।
যে পথে তোমার নির্বিঘ্ন যাতায়াত অহর্নিশ।
আমার এক চিলতে পৃথিবীর মেঘলা আকাশটাকে
তোমার প্রভায় রাঙাবো বলে কপাট খুলে
প্রতীক্ষায় থাকি চাতকের অধীরতায়।
তুমি আসো না......আসো না...


আচমকা তোমার আলতা রাঙা নোটন পায়ে
ঘুঙুরের ধ্বনি সরব করে আমার বিরান অন্তর।
তুমি চৌকাঠ মাড়িয়ে প্রবেশ কর গহীন অন্দরে।
আমি ভিষণ পুলকিত হই,
জেগে ওঠে আমার শাশ্বত পৌরুষ।
তুমি বিত্ত বৈভব ভুলে পসরা সাজাও আমার
মাটির তৈজসে।
লাল ফিতে বাঁধা জোড়াবেনী দুলিয়ে কোচ ভির্তি
মটরশুঁটি কুড়াও হৃদয়ের বেলাভূমে;সারাদিনমান,
যেন সদ্য যৌবনা দুরন্ত এক তন্বী তরুণী তুমি।
বিহ্বল আমি তোমাকে উপলব্ধি করি আমার
অন্তরাত্মায়, আমার শিরা ও ধমনীতে।


হঠাৎ কোন অশুভ নক্ষত্র গ্রাস করে পৃথিবী আমার।
তুমি সব ভুলে ভেঙে ফেল সহস্তে গড়া  
ঐতিহ্যের পিরামিড।
চারু পায়ে মুছে দাও ফেলে যাওয়া পদ চিহ্ন তোমার,
মুছে দাও জীবনের সামুহ কারুকাজ।
আমি নিকষ  তিমিরে নিমজ্জিত হই প্রতিবার;
ধুলায়িত অবয়বে।
সাদা শৈশবে রেখে যাও আমায় বিভ্রান্তির বেড়াজালে.....
---------++++++----------