সময়ের অদৃশ্য দেয়ালটা সহসাই আড়াল
করে চিরচেনা শহরের বর্ণাঢ্য নিয়ন আলো।
খণ্ডিত সম্পর্কের ব্যবচ্ছেদে সমদ্বিখণ্ডক
দেয়ালটার কাছে কখনও কখনও অনায়াসে
হার মানে দুর্লঙ্ঘ্য চীনের প্রাচীর।


অতঃপর দু'প্রান্তে বিরাজ করে
মেরুদেশীয় বৈপরীত্যে।
উত্তরের পাহাড়-অন্তরিক্ষ যখন সোনা
রোদে হেসেই কুটিকুটি,
তখন দক্ষিণে বিরাজ করে নিরবচ্ছিন্ন
আঁধারের কুণ্ডলী।
উত্তরমেরু যখন প্রশান্ত সুবাতাসে,
অস্তিত্বহীন বিপরীত মেরু তখন চাপা পড়ে
থাকে অগণিত স্তবক বরফের আস্তরণে।


একটা সময় অবহেলার গুমোট বাঁধা
বিষবাষ্পে গলতে শুরু করে বিশ্বাসের
পাহাড়ে জমে থাকা গদগদে প্রেম।
পাহাড়ের কপোল বেয়ে গড়িয়ে পড়ে হিরণ্ময়
ভালোবাসার মনোহরা চাকচিক্যসুধা।
অবশেষে.....
সৃষ্ট সেই ঝর্ণার জলে উদ্দেশ্যহীন ভেসে
যায় একটা অবহেলিত ভালোবাসার
বেওয়ারিশ শবদেহ...
-----+++++-----