বিস্ফোরণের সহস্র আলোকবর্ষ পরও বিকলাঙ্গ
স্বপ্নদের জন্ম হয় হিরোশিমা বুকে।
বিধ্বস্ত দালানের নোনাধরা পলেস্তার আজ
ছত্রাকের দখলে শতভাগ।
ধ্বংসস্তুপের ভাগাড়ে নিপতিত আজ জীবন
জনপদ ও সভ্যতা।
গাঢ় অন্ধকারে আচ্ছন্ন কষ্টের কষে আজও
জন্ম নেয় বিষাক্ত শৈবাল।
কান পাতলেই শোনা যায় পাথুরে দৃষ্টিতে
বিপর্যস্ত স্বপ্নদের বুক ফাটা আর্তনাদ।


তবু্ও শব্দহীন কান্নার নোনাজলে ভেজা
জীবন প্রদীপের শেষ শিখাটুকু, জীবন মরণের
সন্ধিক্ষণে আজ বাঁচার স্বপ্ন দেখে পুনর্বার।
শুদ্ধ বাতাসে শ্বাস নিতে চায় জরাগ্রস্থ ফুসফুস।
জানালার কার্ণিশে ঝুলে থাকা একটা বিচ্ছিন্ন
হৃৎপিণ্ড আজও প্রত্যাশা করে হৃদয়ীক হৃদয়ে
খানিকটা প্রমময় প্রেম,
শেষ অবলম্বনের জন্য একটুকরো বিশ্বস্ত উঠোন,
আর প্রতারণাহীন প্রেমিকের যতসামান্য
নির্মোহ ভালোবাসা...