সভ্যতা কোথা আজ     ভুলে গেছে এ সমাজ
              মানবতা  পদতলে   দলিত।
অপবাদ সয়ে সয়ে             হিংসার বলি হয়ে
            শোষিতের লাশ ভাসে গলিত।


খুন   আর   ধর্ষণে           মেঘে-মেঘে  ঘর্ষণে
             বাজ পড়ে মরে শুধু জনগণ,
মিছে  বুলি  সান্ত্বনা             জাতি ভোলে যন্ত্রণা
            চাপা পড়ে কত কথা অগণন।


ওরা  নাকি  শিক্ষিত        গুরু জ্ঞানে  দীক্ষিত
            জাতিটাকে  নিয়ে যাবে স্বর্গে,
তবে কেন  বারবার           মরে  শত  আবরার
             লাশ  হয়ে শুয়ে  থাকে  মর্গে?


ডোরাকাটা কালসাপ   কারো ছেলে কারো বাপ
             ছায়া  দেয় মস্তকে  খুনিদের,
আইনের  মারপ্যাঁচে            বারবার  যায় বেঁচে
              পা চাটা  চামচারা মনিবের।


মিথ্যার   জরায়ুতে             হায়েনার বীজ পুঁতে
              বড়  হয়   কুকুরের  বাচ্চা,
সেবকের  ধ্বজাধারী           হেন  অপকারবারী,
            তারা আজ এ সমাজে সাচ্চা।


ব্যথা বলি কার কাছে    দেয়ালেরও কান আছে
             সতর্ক  রাখি  তাই  কানটা,
এরচেয়ে ঢের ভালো        মোসাহেব  হয়ে  চলো
             বেঁচে থাক  পৈতৃক জানটা।
             -------+++++-------