স্বাগত হে বৈশাখ;
তোমাকে জানাই সাদর সম্ভাষণ।
তুমি আসবে বলেইতো নিষ্পলক প্রতীক্ষায়
আজ এতটা প্রহর।
হৃদয়ে রক্তক্ষরণ, জল তেষ্টায় কাতর আমি,
তবুও জিইয়ে রেখেছি ঘাসরঙা মন,
বিছিয়ে রেখেছি হৃদয়ের উদার জমিন।
তোমাকে বরণ করবো বলেইতো সাজিয়ে
রেখেছি শাঁখ মন্দিরে মন্দিরে।
আমার কুঁড়েঘরের দাওয়ায় জ্বালিয়ে রেখেছি মঙ্গল-দ্বীপ।


তুমি এবার যখন আসবে তখন অসাম্প্রদায়িকতার
প্রজ্বলিত মশাল নিয়ে এসো।
জ্বালিয়ে দিও সাম্প্রদায়িকতার বিষাক্ত বীজ।
দুর্নীতি, অবিচার শোষণ আর স্বৈরাচারের বিরুদ্ধে
ইস্পাত দৃঢ় ঢাল হয়ে এসো।


জানো! আজও তোমার বাংলার ডোবা,নালা,
জলে যত্রতত্র পড়ে থাকে যুবকের মস্তকহীন লাশ।
তোমার পিশাচ-পশুরা বয়স যাচে না আর।
আমাদের বায়ুমণ্ডলের নিম্নস্তর ভারি হয়ে গেছে
ধর্ষিতার সকাতর চিৎকারে।


এবার আসার সময় অর্জুনের ধনুকটা নিয়ে এসো সযতনে।
লোক সমুখে এফোঁড়-ওফোঁড় করে দিও কুলাঙ্গার ধর্ষকের পাপিষ্ঠ মস্তক সেই অব্যর্থ শরে।
মূলোৎপাটন করে দিও গুম,খুন, হত্যা তোমার আশীর্বাদে।
আজ ভিনদেশী রীতির পদতলে পিষ্ট হয়ে
মরতে বসেছে তোমার বাঙালি সংস্কৃতি।
আমরা শান্তি চাই,সম্প্রীতি চাই,দু'বেলা দু'মুঠো
ডালভাত খেতে চাই মাত্র।
স্বাগত হে বৈশাখ....
আমরা বরণডালা হাতে তোমার আশীর্বাদের
জন্য সাগ্রহে অপেক্ষমাণ,
শুধু তোমায় বরণ করবো বলে.......
---------+++++++--------