শুধু ভালবাসা ছাড়া তোকে দেয়ার মত আর কিছু নেই আমার।
তাও আজ তা তোর ভালবাসার কাছে তুচ্ছ হয়ে গেছে।
ওটার খুব প্রয়জন ছিল আমার,কিন্তু কখনও এতদূর এগুইনি,
বিবেকের টানে।
আজ তোর আস্কারা আর আহলাদ আমাকে রকেট বনিয়ে ছাড়ল।
যা দিয়ে অতিক্রম করতে সক্ষম হলাম মধ্যাকর্ষণ শক্তি।
ইউরেকা বলে লাফ দিয়ে  ছিলাম আর্কিমিডিসের মত,
নিরবে নিভৃতে।
কিন্তু কপালে সুখ সইল না আমার।
ঘুম ভেংগে তোর বিদ্ধস্ত বদন দেখে চুপষে গেলাম
সদ্য ফাটা বেলুনের মত।
কাল নাগিণীর কড়াল ছোবল যাকে বিষাক্ত করেছে
ক্ষনিক আগে।
বিসাধের কাল মেঘ তার চোখে মুখে বিদ্যমান,
নাকের ডগায়
জমা হয়ে আছে কষ্ট নিংড়ানো দু'ফোটা নোনা জল।
এই দৃশ্য আমাকে বাকরূদ্ধ করে দিল।
নিমিশেই ফিকে হয়ে গেল আমার বর্ণীল অর্জন।
বুক চিড়ে বড়িয়ে এল বাঁধ ভাঙা দীর্ঘ শ্বস।
হিসেব কষে দেখি পেয়েছিলাম যা,
হারালাম তার থেকে ঢের বেশী।
----------++++++------------