তুমি অমূল্য নাগমণি
আমি পদতলে কাদামাটি,
মিল নেই এক তিল।
      এ জনমে তাই
      হলো নাকো কভু
      তোমাতে আমাতে মিল....
তুমি প্রস্ফুটিত পদ্মের মনলোভা সরোবর
আমি ঘাসে ঢাকা শুষ্ক পুকুর,
বিস্তর গরমিল.....
      জন্মাবধি তাই
      তোমার আমার
      হলো নাকো কভু মিল....
তুমি অস্পৃশ্য নীলাকাশ
আমি পাহাড়ের পাদদেশ,
দূরত্ব সীমাহীন।
      তাই স্পষ্ট প্রতীয়মান
      এ যুগলে মিল
      হবে নাকো কোনদিন।
তুমি সমাদৃতা সুধীজন
আমি অচেনা পথিক,
সন্তাপ কিসে...?
       তেলে আর জলে
       কভু কোন কালে
       আছে কোথা কভু মিশে...?
--------+++++---------