চারিদিকে ঝরঝর
অবিরাম বৃষ্টি,
জানলায় চেয়ে থাকে
সকরুণ দৃষ্টি।
            ঝমঝম বৃষ্টিতে
            মাঝেমাঝে পড়ে বাজ,
            জেলেদের উৎসব
            ভাসাজলে ধরে মাছ।
দুষ্টরা বসে নেই
কাদা মাখে সারাগায়,
পাঠশালা ফাঁকি দিয়ে
ঘোরাঘুরি পাড়াগাঁয়।
            গবাদির অনশন
            খায়নাতো ভেজা ঘাস,
            পড়ে থাকে গোয়ালেই
            যেন খাটে কারাবাস।
ঝরি এলে পড়ে যায়
তড়িতের খাম্বা,
দুর্ভোগে জনগণ,
গরু ডাকে হাম্বা।
            অবিরাম বরিষণে
            নদীতটে ডাকে বান,
            ভেসে যায় পথঘাট
            কিষাণের ডোবে ধান।
অসহায় টুনটুনি
বাদলের ঝাঁপটায়,
তারে বসে ভিজে শেষ
নীড় হারা কাকটায়।
            গুড়ুগুড়ু ডাকে মেঘ
            সাঁঝ কিবা দুপুরে,
            কদলির ভেলা ভাসে
            বিল কিবা পুকুরে।
ভেসে যায় খালবিল
মেঘেদের কান্নায়,
গৃহিনীর মনোযোগ
খিঁচুড়িটা রান্নায়।
             বৃষ্টিটা থেমে গেলে
             অচানক পলকে,
             সূর্যিটা উঁকি দেয়
             গোটা দেয়া ঝলকে।
              ----+++++----