আমার একটা আকাশ ছিল, একটা ছিল চাঁদ,
নির্ভরতায় মাথা গোঁজার একটাই ছিল ছাদ।
সেই আকাশে থাকতো সদাই ঝকঝকে রোদ্দুর,
দুই দিগন্তই আমার ছিল চোখ যেতো যদ্দুর।


আকাশ আমায় সুখে দুখে  করতো ভীষণ আদর,
কঠিন শীতে জড়িয়ে দিত ভালোবাসার চাদর।
আকাশটা ঠিক দেখতে ছিল আমার মায়ের মতো।
মুখ দেখে তার ভুলেই যেতাম দুঃখ ব্যথা যতো।


আকাশ পেয়ে একটা পেলাম মায়ের মত বুবু,
জিদের বসে ভীষণ জ্বালাই রাগ করেনা তবু।
কিন্তু আবার পাগলী আকাশ ভীষণ অভিমানী,
একটুখানি বিগড়ে দিয়েই টানতে হল ঘানি।


সেই যে আমায় ভুলেই গেল, রাখলো অনেক দূরে,
পাইনি খুঁজে এমন আকাশ সৌরজগত ঘুরে।
কোথায় গেল কোন সুদূরে ডানায় করে ভর,
পেলাম দেখা সেই আকাশের উনিশ বছর পর।


কেমন করে থাকিস বুবু তুই আমাদের রেখে,
রাখনা আবার আদর দিয়ে মেঘের মত ঢেকে।
দুঃখ ভুলে আয়না বুবু  হাসবো আগের মত,
তুই ছাড়া দেখ বুকের মাঝে গদগদে এক ক্ষত।


কান ধরেছি এখন থেকে শুনবো কথা তোর,
হুকুম ছাড়া ঘরের থেকে পার হব না দোর।
দোষ করেছি মাফ করে দে, তুই না আমার মা,
যা ভুলে যা সব অপরাধ ধরছি দুটি পা।
---------+++++++----------